47th BCS Circular 2024 | 47th BCS Circular 2024 Apply Online


The 47th BCS examination circular has been published today. First, let’s know about BCS. BCS is a competitive exam in Bangladesh. BCS stands for Bangladesh Civil Service. It is a government job exam in Bangladesh. Civil service in the Indian subcontinent originated from the Imperial Civil Service.

BCS Job Circular | Bangladesh Civil Service Commission

The BCS examination is a nationwide competitive examination conducted by the Bangladesh Public Service Commission (BPSC). The main objectives of BCS are to serve the people of Bangladesh and uphold the constitution. Now, a new system has been introduced: a candidate will be allowed to sit for the Bangladesh Civil Service (BCS) examination a maximum of four times.

Read More: 19th NTRCA Job Circular with Syllabus 2024 | NTRCA Job Circular Apply

47th BCS Circular 2024

You must fulfill some conditions before being eligible to apply for the 47th BCS. First, you must be a Bangladeshi. Your age should be between 21-32 years. You must have at least an undergraduate degree. You must not have a third class more than once in your academic life. 

Bangladesh Civil Service Job Circular 2024

BCS examination is held in three phases. There are ten subjects. The first phase is Preliminary which is an MCQ examination. It carries 200 marks. Then comes the written examination which carries 900 marks. The final stage is Viva. It carries 200 marks. Candidates must pass each stage and then they will be selected. In MCQ, Written, and Viva, questions will be set from these ten subjects. For your convenience, we have added the 47th BCS syllabus with the Circular. 

47th BCS Circular 2024 At a Glance: Job Summary

Organization: Bangladesh Civil Service (BCS)

Posts Category: 28

Total Vacancies: 3487 Posts

Job Type: Full Time

Salary Scale: 12,500-67,010 TK

Job Category: Government Jobs

Published on: 28/11/2024

Application Start Date: 10/12/2024

Application Last Date: 31/12/2024

Age Limit: 32 years

How to Apply: Online at bpsc.teletalk.com.bd

Circular Picture: 47th BCS Job Circular 2024 picture is given below.

47th BCS Job Circular 2024 Picture

47th BCS Examination Preliminary Syllabus

BCS is a trendy job exam in Bangladesh. Here you have to sit for a preliminary examination first. It carries 200 marks. There will be 10 subjects from where questions will be set. So you have to prepare yourself for all these subjects. To prepare yourself you have to know the syllabus of the preliminary exam. So we provide you with the full latest preliminary examination syllabus. Read it carefully.

বাংলা ভাষা ও সাহিত্য

ভাষা: প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিবাষণা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস

সাহিত্য: ক. প্রাচীন ও মধ্যযুগ খ. আধুনিক যুগ

English Language and Literature

Part-I: Language

A. Parts of Speech:

The Noun: The Determiner, The Gender, The Number; The Pronoun; The Verb: The Finite: transitive, intransitive, The Non-finite: participles, infinitives, gerund; The Linking Verb; The Phrasal Verb; Modals; The Adjective; The Adverb; The Preposition; The Conjunction

B. Idioms & Phrases: Meanings of Phrases, Kinds of Phrases, Identifying Phrases

C. Clauses: The Principal Clause, The Subordinate Clause: The Noun Clause, The Adjective Clause, The Adverbial Clause & its types

D. Corrections: The Tense, The Verb, The Preposition, The Determiner, The Gender, The Number, Subject-Verb Agreement

E. Sentences & Transformations: The Simple Sentence, The Compound Sentence, The Complex Sentence, The Active Voice, The Passive Voice, The Positive Degree, The Comparative Degree, The Superlative Degree

F. Words: Meanings, Synonyms, Antonyms, Spellings, Usage of words as various parts of speech, Formation of new words by adding prefixes and suffixes

G. Composition: Names of parts of paragraphs/letters/applications

Part-II: Literature

H. English Literature: Names of writers of literary pieces from Elizabethan period to the 21st Century, Quotations from drama/poetry of different ages

বাংলাদেশ বিষয়াবলি

১. বাংলাদেশের জাতীয় বিষয়াবলি:

প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস: ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; ছয়-দফা আন্দালন, ১৯৬৬; গণ অভুত্থান ১৯৬৮-৬৯; ১৯৭০ সালের সাধারণ নির্বাচন; অসহয়োগ আন্দোলন ১৯৭১; ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ; স্বাধীনতা ঘোষণা; মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।

২. বাংলাদেশের কৃষিজ সম্পদ:

শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা।

৩. বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি।

৪. বাংলাদেশের অর্থনীতি:

উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি।

৫. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য:

শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি।

৬. বাংলাদেশের সংবিধান:

প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ।

৭. বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা:

রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্য ক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা।

৮. বাংলাদেশের সরকার ব্যবস্থ:

আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার।

৯. বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রষ্ঠিান ও স্থাপনাসমূহ, জাতীয় জুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, ঘণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি।

আন্তর্জাতিক বিষয়াবলি

১. বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি।

২. আন্তর্জাতিক নিরাজত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক।

৩. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ।

৪. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি।

৫. আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি।

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

১. বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব

২. অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব।

৩. বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ।

৪. বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন: আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টকভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈম্বিক প্রভাব।

৫. প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা।

সাধারণ বিজ্ঞান

ভৌত বিজ্ঞান;

পদার্থের অবস্থা, এটমের গঠন, কার্বনের বহুমুখী ্যবহার, এসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ভৌত রামি এবং এর পরিমাপ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বকত্ব, তরঙ্গ এবং শ্ব, তাপ ও তাপগতি বিদা, আলোর প্রকুতি, স্থির এবং চল তড়িৎ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, মক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়ংনযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূজান্তর, আলোক যন্ত্রপাতি, মৌলিক কণা, দাতব পদার্থ এবাং তাদের যেগসমূহ, অধাতব পদার্থা, জারণ-বিজারণ, তড়িৎ কোষ, অজৈব যৌগ, জৈব যৌগ, তড়িৎ চৌম্বক, ট্রান্সফরমাার, এক্সরে, তেজস্ক্রিয়তা ইত্যাদি।

জীব বিজ্ঞান:

পদার্থে র জীববিজ্ঞান-বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিকস, জীববৈচিত্র্য, িএনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, ভারিাস, ব্যাকটেরিয়া, জুলোজিক্যাল নমেনক্লেচার,  েবাটানিক্যাল নমেনক্লেচার, প্রাণিজগৎ, উদ্ভিদ, ফুর, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃদপিণ্ড এবং হৃদরোগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োরজি, প্লান্ট নিউট্রেশন, পরাগায়ন ইত্যাদি।

আধুনিক বিজ্ঞান:

পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, বরাক হোল, হিগের কণা, বারিমণ্ডল, টাইড, বায়ুমণ্ডর, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ , উম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইবি, এইডস, টিবি, পোলিও, জোয়ার-ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা ইত্যাদি।

Computer and Information Technology

Computer: Computer peripherals: keyboard, Mouse, OCR, etc.; Computer Architecture: CUP, Hard Disk, ALU, etc.;  Computer Performance; Computer in Practical Fields; Number Systems of Computer; Operating Systems; Embedded Computer; History of Computer; Types of Computers; Computer Program: Virus, Firewall, etc.; Database System.

Information Technology: E-Commerce, Cellular Data Network: 2G, 3G, 4G, WiMAX, etc.; Computer Network: LAN, MAN, WIFI, WiMAX,; Information Technologies in Practical Fields; Smart Phone; World Wide Web-WWW; Internet; Daily-Use Computing Technology: E-mail, Fax, etc.; Client-Server Management; Mobile Features; Tech-Giants Services & News: Google, Microsoft, IBM, etc.; Cloud Computing; Social Networking: Facebook, Instagram, Twitter, etc. Robotics; Cyber Crime.

গাণতিক যুক্তি

১. বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি।

২. বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও ‍বহুপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ।

৩. সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা।

৪. রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি-সরলক্ষেত্র ও ঘনবস্তু।

৫. সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা।

মানসিক দক্ষতা

১. ভাসাগত যৌক্তিক বিচার

২. সমস্যা সমাধান

৩. বানান ও ভাষা

৪. স্থানাঙ্ক সম্পর্ক

৬. সংখ্যাগত ক্ষমতা

Ethics, Values & Good Governance

Definition of Values and Good Governance; Relation between Values and Good Governance; General perception of Values and Good Governance; Importance of Values and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals; Impact of Values and Good Governance in national development; how the element of Good Governance and values can be established in society in a given social context; The benefit of Values and Good Governance and the cost society pays adversely in their absence.

Read More: Pronouns-Definitions, Types, Examples & Uses

That’s all for today’s article. We hope you found our discussion on the 47th BCS Job Circular 2024. If you enjoyed the article, please stay with BD JOBZ PREPARATION and share it with your friends. We’ll be back soon with another literary work. Stay tuned to BD JOBZ PREPARATION, and don’t forget to connect with us on Facebook and Instagram. Thank you for reading!


S.M. Rokibul Kabir
S.M. Rokibul Kabir

S.M. Rokibul Kabir is the author of BD JOBZ PREPARATION. He is from Rajshahi, Bangladesh. He has completed Honors and Masters degrees from Rajshahi University in English. Now he is doing LLB from National University. He has been teaching English online for more than three years. His hobby is blogging.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Table of Content